Logo

যে যত বড় নেতা, সে তত বেশি দুর্নীতিতে জড়িত: মিজানুর রহমান

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৩০ অক্টোবর, ২০২৫, ১৩:৫০
14Shares
যে যত বড় নেতা, সে তত বেশি দুর্নীতিতে জড়িত: মিজানুর রহমান
ছবি: সংগৃহীত

বিশিষ্ট ইসলামিক বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের দেশে যে যত বড় নেতা, সে তত বেশি দুর্নীতিগ্রস্ত। টাকার অস্বচ্ছ লেনদেন ও বিদেশে অর্থ পাচারের রেকর্ডও তার নামের সঙ্গেই জড়িত। আমাদের নেতাদের মধ্যে আমানতদারিতা ও দায়িত্ববোধের ঘাটতি ভয়াবহ।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে ‘মিনার’-এর উদ্যোগে আয়োজিত সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারী বলেন, নতুন বাংলাদেশে আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এমন সুযোগ হয়তো আগামী ৫০ বছরের মধ্যে আর আসবে না। তাই পরিবর্তনের এই মুহূর্তে আমাদের উচিত রাসুলুল্লাহ (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়া। তিনি যেমন ধীরে ধীরে আস্থার জায়গা তৈরি করেছিলেন, আমাদের নেতাদেরও তেমনি আমানতদার, ন্যায়পরায়ণ ও জনগণের বিশ্বাসযোগ্য হতে হবে।

বিজ্ঞাপন

বক্তৃতায় তিনি রাসুল (সা.)-এর নেতৃত্বের ১২টি মৌলিক গুণ তুলে ধরেন- আল্লাহভীতি ও তাকওয়া, ন্যায়বোধ, দূরদৃষ্টি, সহনশীলতা, পরামর্শ গ্রহণের মনোভাব, মানবিকতা, সাহস, সহযোগিতা, বিনয়, যোগাযোগ দক্ষতা, নৈতিক দৃঢ়তা ও আত্মত্যাগ।

চবি শাখা ছাত্রশিবিরের দাওয়া সংগঠন ‘মিনার’-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সীরাত পাঠ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ট্যাব, এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন। এছাড়া ৪র্থ থেকে ২০তম স্থান অধিকারীরা সম্মানজনক অর্থ পুরস্কার পান এবং ২১ থেকে ১০০তম স্থান অর্জনকারীদের ইসলামী বই প্রদান করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD