Logo

বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
৪ নভেম্বর, ২০২৫, ০১:২৪
38Shares
বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৪ আসনে শুরু হয়েছে এক ভিন্নরকম রাজনৈতিক উত্তাপ। এলকায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন আপন দুই ভাই। একজন বিএনপি দলের প্রার্থী আজিজার রহমান এবং অপরজন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়ে আজিজুর রহমান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। অন্যদিকে তার আপন সহোদর ভাই মোস্তাফিজার রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মাঠে লড়বেন।

জানা গেছে, আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক ও রাজনৈতিক মতপার্থক্য এবার ভোটের মাঠেও রূপ নিচ্ছে। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। স্থানীয় রাজনৈতিক মহল বলছে, এই আসনে ভাই-ভাইয়ের লড়াই ভোটের মাঠে ভিন্নমাত্রা যোগ করবে। একদিকে দলের প্রভাব, অন্যদিকে জনপ্রিয়তা।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম-৪ আসন এখন হয়ে উঠেছে সবচেয়ে আলোচিত সংসদীয় আসন। ভোটাররা বলছেন, এবারের নির্বাচন শুধু রাজনৈতিক নয়, পারিবারিক প্রতিদ্বন্দ্বিতারও মঞ্চ হতে যাচ্ছে।

চলতি নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের ভোটযুদ্ধ তাই রোমাঞ্চ ও চমকে ভরপুর। কে জিতবে, আর কে হারবে— তা জানতে অপেক্ষা এখন নির্বাচনের দিন পর্যন্ত।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD