পৃথিবীর সব জমি ভাগ করলে ১ জন মানুষের জন্য কতটুকু জমি হবে?

বিশ্বে বর্তমানে প্রায় ৮২০ কোটি মানুষ বসবাস করছে। সমগ্র পৃথিবীর মোট ভূমির পরিমাণ প্রায় ৫ কোটি ৮০ লাখ বর্গমাইল। কল্পনা করলে দেখা যায়, যদি এই জমি সমানভাবে ভাগ করা হয়, তাহলে প্রতিটি মানুষের জন্য দাঁড়াবে মাত্র ০.০০৮ বর্গমাইল, যা প্রায় ৫ একরের সমান।
বিজ্ঞাপন
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই হিসাব কেবল কাগজে-কলমে সম্ভব। পৃথিবীর জমির অনেক অংশ যেমন মরুভূমি, পাহাড়, হিমবাহ এবং অন্য বসবাসযোগ্য নয় এমন এলাকা অন্তর্ভুক্ত। তাই বাস্তবে সমান ভাগের এই জমির বড় অংশ বাসযোগ্য বা কৃষিকাজের জন্য ব্যবহারযোগ্য হবে না।
জাতিসংঘের ২০২১ সালের তথ্য অনুযায়ী, পৃথিবীর মোট ভূমির প্রায় ৪০ শতাংশ কৃষিকাজে ব্যবহৃত হয়। এই কৃষিজমি বাদ দিলে একজন মানুষের জন্য অবশিষ্ট জমি দাঁড়ায় মাত্র ০.০০৩ বর্গমাইল, অর্থাৎ প্রায় ২ একর। তবে এই পরিমাণে বাড়িঘর, রাস্তা, অফিস, মরুভূমি, পাহাড় ও বরফাচ্ছাদিত অঞ্চলও অন্তর্ভুক্ত।
বিজ্ঞাপন
বিশ্লেষকরা বলছেন, পৃথিবীর জনসংখ্যা প্রতিদিন প্রায় ৩ লাখ ৭০ হাজার শিশুর সংযোজনের কারণে বাড়ছে, অথচ জমির পরিমাণ অপরিবর্তিত। এর ফলে ভবিষ্যতে বাসযোগ্য জমির ওপর চাপ আরও বৃদ্ধি পাবে।
অতএব, যদিও সমান ভাগের এই কল্পিত হিসাব বাস্তবায়ন করা সম্ভব নয়, এটি স্পষ্ট করে দেয় যে, মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু পৃথিবীর জমি বাড়ছে না।
বিজ্ঞাপন






