Logo

পেসার জাহানারার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ২২:২২
10Shares
পেসার জাহানারার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
ছবি: সংগৃহীত

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে জাতীয় মহিলা ক্রিকেট দলে নিজের সঙ্গে ঘটে যাওয়া সব না বলা কথা সামনে এনেছিলেন পেসার জাহানারা আলম। এরপর যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগও তুলেছেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা এই ক্রিকেটার। যেখানে সাবেক নির্বাচক, সাবেক ইনচার্জ, ম্যানেজারসহ বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি।

বিজ্ঞাপন

বিষয়টি সংবেদনশীল হওয়ায় বিসিবি অভিযোগগুলো তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর প্রথমবার এ নিয়ে কথা বললেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘ভিডিও ইন্টারভিউটি দেখার পর আমরা তাৎক্ষণিকভাবে একটা তদন্ত কমিটি গঠন করি। অ্যাপ্লাইড ডিভিশনের একজন বিচারকের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করবে এবং যেভাবে বলা হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে তারা একটা পূর্ণ রিপোর্ট এবং সুপারিশ জমা দেবেন।’

বিজ্ঞাপন

‘বিসিবিতে জমা দেয়ার পর এনএসসিতে দেবে। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হবে কীভাবে কী করা হবে। কমিটির সদস্যরা যথেষ্ট অভিজ্ঞ। তারা ভালোভাবেই বিচার-বিবেচনা করবেন। তাদের কাজের ক্ষেত্রে শুধু জাহানারা আলমের ঘটনাটাই নয়, এই ধরনের আরও যত অভিযোগ আছে সবগুলোই তারা খুঁজে বের করার চেষ্টা করবেন।’

পরে বুলবুল ৪ কর্মকর্তার ওএসডি করা নিয়ে বলেন, ‘ওএসডির বিষয়টা এখনও প্রক্রিয়াধীন। যদি সেটা মনে হয় (করা উচিত) তাহলে করা হবে।’

পেসার মারুফা আক্তারকে নিয়ে বুলবুল বলেন, ‘মারুফা যখন বল করছিল ইংল্যান্ডের সঙ্গে, তখন ধারাভাষ্যকাররা বলেছে এত সুন্দর ইনসুইং দেখেনি অনেকে আগে। বিশ্বকাপে যে মানের দল খেলেছে আমাদের, ভাগ্য ভালো থাকলে সেমিফাইনাল খেলে ফেলতে পারতাম আমরা, কয়েকটা ম্যাচ জিততেও পারতাম।’

বিজ্ঞাপন

‘পেছনে তাকালে দেখবেন, আমরা কী করতাম জাতীয় দলকে প্রশিক্ষণ দেয়া ছাড়া। এখন ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করার মূল কারণই হচ্ছে সবাইকে সমান সুযোগ করে দেয়া। যে জেলা বা বিভাগেই থাকুক, ছেলে হোক মেয়ে হোক, সবাই যেন পুরো সুবিধাটাই পায়। তার আগে কিছুই ছিল না লিগ ছাড়া। শুরু করলাম আজকে আমরা।’

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD