Logo

গণভোট সংবিধানে নেই, রাস্তায় নামবেন না কথায় কথায়: আমীর খসরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৪:২৩
60Shares
গণভোট সংবিধানে নেই, রাস্তায় নামবেন না কথায় কথায়: আমীর খসরু
আমীর খসরু মাহমুদ চৌধুরী | ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন, সংবিধান বহির্ভূত দাবির জন্য কথায় কথায় রাস্তায় না নামার।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, বর্তমান সংবিধানের অধীনে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার তাদের শপথ নিয়েছে, কিন্তু সংবিধানে গণভোট নিয়ে কোনো নির্দেশ নেই। ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে সংসদে বসে সংবিধানে গণভোটের ব্যবস্থা করা সম্ভব।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার (৮ নভেম্বর) দুপুরে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক ডায়লগে অংশ নিয়ে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, আপনার দাবি নিয়ে মাঠে নামার আগে অবশ্যই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখুন। কথায় কথায় রাস্তায় নামলে অবাঞ্ছিত সংঘর্ষ সৃষ্টি হতে পারে। দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল যদি কর্মসূচি দেয়, তবে সেটি সংঘাতের পথ তৈরি করতে পারে।

আমীর খসরু আরও বলেন, আমাদের রাজনৈতিক দলের মধ্যে কিছুটা স্বৈরাচারী মনোভাব বিদ্যমান। কনসাসের বাইরে কাজ করার সুযোগ নেই। ৩১ দফার মধ্যে অনেক বিষয়ে কনসাস হয়নি, তাই কি আমি জনগণের কাছে যাচ্ছি তা ভিন্ন বিষয়। ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নেই; চ্যাপ্টার ক্লোজড। নিজের মতামত জনগণের ওপর চাপানো যাবে না। ক্ষমতায় আসলে পরিবর্তন আনা সম্ভব।

তিনি চট্টগ্রামে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, একটি দলের সাবেক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অন্তর্কোন্দলের কারণে ঘটনা ঘটেছে বলে আমাদের সন্দেহ। যারা নির্বাচনের তারিখ পেছানোর চেষ্টা করছে, তারা কি এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আমীর খসরু দেশের অর্থনীতি ও প্রাইভেট খাতের গুরুত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বিএনপির সময়ে কখনো শেয়ারবাজারে ধ্বস নামেনি। অর্থনীতি চাঙ্গা ছিল। আমরা প্রাইভেট সেক্টরের উপর গুরুত্ব দেব। বাড়িতে বসেই যেন ব্যবসা বা লাইসেন্স পাওয়া যায়, তা নিশ্চিত করব। ক্ষমতায় এলে জনগণ সর্বোচ্চ সুবিধা পাবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিককে আমরা পৌঁছে দেব।

বিএনপির এই নেতার বক্তব্য রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ও কনসাসের গুরুত্বের ওপর জোর দিয়েছে। তিনি সতর্ক করেছেন, সংবিধান ও সংলাপের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাজনৈতিক দাবি ও কর্মসূচি পরিচালনা করতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD