Logo

জোট নয়, আসনভিত্তিক সমঝোতায় নির্বাচনে যাচ্ছে জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৫, ১১:১৮
38Shares
জোট নয়, আসনভিত্তিক সমঝোতায় নির্বাচনে যাচ্ছে জামায়াত
ছবি: সংগৃহীত

জোট নয়, আসনভিত্তিক সমঝোতার নতুন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামি দলগুলোর সঙ্গে প্রত্যাশিত নির্বাচনি জোট গঠনের উদ্যোগে আর অগ্রসর হচ্ছে না দলটি।

বিজ্ঞাপন

ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়নের বিষয়ে দলগুলোর মধ্যে একমত না হওয়ায় জোট নয়, বরং আসনভিত্তিক সমঝোতার ভিত্তিতে ভোটে অংশ নেবে তারা। পাশাপাশি আওয়ামী লীগবিহীন নির্বাচনে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেশি দেখানোর কৌশল হিসেবেও এটিকে দেখা হচ্ছে।

বুধবার সিলেটে এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কোনো জোট করছি না। নির্বাচনি সমঝোতার ভিত্তিতে এগোব। প্রতিটি জায়গায় একটি বাক্স থাকবে—এই নীতিতেই কাজ হচ্ছে।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।

বিজ্ঞাপন

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসিকে জানান, তারা প্রচলিত কাঠামোগত জোট নয়—সমমনা দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নিশ্চিত করতে চান যেন একই আসনে একাধিক প্রার্থী না থাকে। কিছুদিন ধরেই জামায়াত ও সমমনা ইসলামি দলগুলোর মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। সংখ্যানুপাতিক নির্বাচনি পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে যৌথ কর্মসূচিও পালন করেছে আটটি সমমনা দল।

২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর ইসলামপন্থি দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে চেষ্টা করে আসছে জামায়াত। চরমোনাই পীরের সাথে শফিকুর রহমানের সাক্ষাতের পর সেই আলোচনা নতুন গতি পায়। বিভিন্ন দলের অফিসে বৈঠক ও সাংবাদিক সম্মেলনও হয়েছে। দুদিন আগে খেলাফত মজলিসের অফিসে আট দলের বৈঠকের পর যৌথভাবে পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়। এমন প্রেক্ষাপটেই সিলেটে এসে জোট নয় বরং সমঝোতা ভিত্তিক নির্বাচনের পরিকল্পনা স্পষ্ট করলেন জামায়াত আমির।

২০০১ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটে ছিল জামায়াত; তখন জোট সরকারে তাদের দুই শীর্ষ নেতা মন্ত্রী হয়েছিলেন। তবে ২০২২ সালের ডিসেম্বরে বিএনপি-জামায়াত জোট ভেঙে যাওয়ার পর পারস্পরিক দূরত্ব বাড়ে—যদিও পরবর্তীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে উভয় দলই সক্রিয় ছিল।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD