খালেদা জিয়ার নির্বাচনী তিন আসনে জামায়াতের প্রার্থী যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তিন আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ার ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর এবার দেশবাসী গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আসন্ন নির্বাচনের জন্য বিএনপি প্রায় ২৩৮টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করেছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের শরিক দল প্রার্থী দেবে, সেখানে সমন্বয় করে প্রার্থী নির্ধারণ করা হবে।
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফেনী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে গোলাম রব্বানী এবং দিনাজপুর-৩ (সদর) আসনে এ্যাডভোকেট ময়নুল আলম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গোলাম রব্বানী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ময়নুল আলম দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা জামায়াতের ইউনিট সদস্য।
বিজ্ঞাপন
বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এই তিন আসনে নির্বাচনী লড়াইকে আরও তীব্র ও নজরকাড়া করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।








