Logo

নির্বাচনে ময়মনসিংহ বিভাগে বিএনপির প্রার্থী ঘোষণা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৩ নভেম্বর, ২০২৫, ১৮:৩৯
48Shares
নির্বাচনে ময়মনসিংহ বিভাগে বিএনপির প্রার্থী ঘোষণা
জনবাণী ডেস্ক

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আর এ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় মোট ৩০টি আসনের বেশ কয়েকটিতে সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘোষিত তালিকা অনুযায়ী—

ময়মনসিংহ জেলা: ময়মনসিংহ-১ (হালুয়াঘাট, ধোবাউড়া) — সৈয়দ এমরান সালেহ্, ময়মনসিংহ-২ (ফুলপুর, তারাকান্দা) — মোতালেব হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) — এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৪ (সিটি কর্পোরেশন ও সদর) — মো: আবু ওয়াহাব আকন্দ ওয়াদুদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) — মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) — মো: আখতারুল আলম, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) — ডা: মো: মাহবুবুর রহমান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) — লুৎফুল্লাহেল মাযেন, ময়মনসিংহ-৯ (নান্দাইল) — ইয়াসের খাঁন চৌধুরী, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) — নাম ঘোষণা হয়নি এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) — ফকর উদ্দিন আহমেদ।

জামালপুর জেলা: জামালপুর-১ (বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ) — এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ (ইসলামপুর) — এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মাদারগঞ্জ, মেলান্দহ) — মো: মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ি) — মো: ফরিদুল কবির তালুকদার শামীম এবং জামালপুর-৫ (সদর) — শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।

বিজ্ঞাপন

শেরপুর জেলা: শেরপুর-১ (সদর) — সানসিলা জেবরিন, শেরপুর-2 (নকলা, নালিতাবাড়ি) — মোহাম্মদ ফাহিম চৌধুরী এবং শেরপুর-৩ (শ্রীবর্দী, ঝিনাইগাতি) — মো: মাহমুদুল হক রুবেল।

নেত্রকোণা জেলা: নেত্রকোণা-১ (কলমাকান্দা, দূর্গাপুর) — ব্যারিষ্টার কায়সার কামাল, নেত্রকোণা-২ (সদর, বারহাট্টা) — মোঃ আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ (আটপাড়া, কেন্দুয়া) — রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) — মো: লুৎফুজ্জামান বাবর এবং নেত্রকোণা-৫ (পূর্বধলা) — মো: আবু তাহের তালুকদার।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD