Logo

নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৭:৫৯
8Shares
নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরি) আসন থেকে বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দলটি প্রাথমিকভাবে ২৩৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে। এর মধ্যে নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবরের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “এটা একটি সম্ভাব্য তালিকা। ২২৫টি আসনে আমরা প্রার্থীর নাম চূড়ান্ত করেছি। পরিস্থিতি ও স্থানীয় বাস্তবতার ওপর নির্ভর করে কিছু পরিবর্তন আসতে পারে। তবে বর্তমানে এই তালিকাটিই সবচেয়ে অ্যাপ্রোপিয়েট বা উপযুক্ত তালিকা হিসেবে ধরা যেতে পারে।”

এদিকে, লুৎফুজ্জামান বাবরের প্রার্থী ঘোষণার খবর পেয়ে নেত্রকোনার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। ইতোমধ্যে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন পর নতুন উদ্দীপনায় নির্বাচনের মাঠে ফিরছে বিএনপি।

বাবরের ঘনিষ্ঠ এক সহযোগী বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি সবসময় মাঠে ছিলেন। নেত্রকোনা-৪ আসনে বিএনপির হয়ে শক্ত লড়াই হবে এবার।”

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির এই প্রাথমিক তালিকা পর্যায়ক্রমে আরও হালনাগাদ করা হবে। আসনভিত্তিক জোট ও স্থানীয় মতামত বিবেচনা করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি।

আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনের দিকে তাকিয়ে এখন মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। লুৎফুজ্জামান বাবরের প্রার্থিতা ঘোষণায় নেত্রকোনা অঞ্চলে নির্বাচনী উত্তাপ ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে।

জেবি/আরএক্স/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD