Logo

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৭:৫৪
29Shares
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ফজলুর রহমান | ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি সোমবার (৩ নভেম্বর) ২৩৮টি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করে।

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট ফজলুর রহমান ২০০৭ সালে রাজনৈতিক প্রতিকূল সময়েও বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে তিনি প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। সেই সময় তিনি দুই দফা জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নেন, কিন্তু প্রতিপক্ষের রাজনৈতিক নিপীড়ন ও রাষ্ট্রীয় বাধার মুখে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি।

এছাড়া তিনি তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবেও পরিচিত ছিলেন। রাজনৈতিক অস্থিরতার সময় রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হয়ে ফজলুর রহমান দীর্ঘদিন দেশান্তরে থাকতে বাধ্য হন।

বিজ্ঞাপন

ঘোষিত তালিকা অনুযায়ী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন। একই সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে এবং স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম ভোলা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD