Logo

নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১৭:২৮
37Shares
নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনীকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় ডিএমপির সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এজন্য পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কোনোভাবেই এমন আচরণ করা যাবে না, যা জনগণের সঙ্গে দূরত্ব বা ভুল বোঝাবুঝির জন্ম দেয়। পাশাপাশি বেআইনি সমাবেশ বা উসকানিমূলক কার্যক্রম মোকাবেলায় সতর্ক থাকতে হবে, তবে আইনশৃঙ্খলা রক্ষায় ধৈর্য ও মানবিকতা বজায় রাখতে হবে।

সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সমস্যা ও মতামত তুলে ধরেন। কমিশনার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

তিনি ঘোষণা করেন, দায়িত্ব পালনকালে ডিএমপির কোনো সদস্য আহত হলে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া পুলিশ সদস্যদের নিয়মিত শারীরিক অনুশীলন, খেলাধুলা ও মানসিক স্বাস্থ্য রক্ষায় উৎসাহিত করেন তিনি।

উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, অধীনস্ত সদস্যদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তাদের মনোবল ধরে রাখাই বাহিনীর শক্তির উৎস।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD