Logo

আজ থেকে জাটকা ধরায় নিষেধাজ্ঞা শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ১১:২৫
8Shares
আজ থেকে জাটকা ধরায় নিষেধাজ্ঞা শুরু
ফাইল ছবি

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজাতির টিকে থাকা নিশ্চিত করতে আজ রবিবার (১ নভেম্বর) থেকে শুরু হয়েছে জাটকা ধরায় সরকারের আরোপিত আট মাসের নিষেধাজ্ঞা। মৎস্য অধিদফতরের অধীনে এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

বিজ্ঞাপন

এই সময়ের মধ্যে ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চির ছোট ইলিশ (জাটকা) ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কেউ এ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা কার্যকর রাখতে পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য দপ্তর, নৌপুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি নদী ও উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হয় ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’। ওই সময়ে ইলিশের প্রজনন মৌসুমে প্রজননক্ষম মাছ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে সরকার।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং ১৯৮৫ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা অনুসারে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। মৎস্য অধিদফতর জানিয়েছে, নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সারা দেশে কঠোরভাবে এ আইন বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

মৎস্য বিভাগের কর্মকর্তারা মনে করেন, গত কয়েক বছরের মতো এবারও এই দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে, যা আগামী মৌসুমে ইলিশ আহরণে রেকর্ড উৎপাদনে সহায়ক হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD