ডিএই ও বিএআরসি'র দপ্তর প্রধানের পরিবর্তন

কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) মহাপরিচালক ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যানকে নিয়োগ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পৃথক আদেশে প্রজ্ঞাপন জারি করেছে।
কৃষি মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানা যায়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের পরিচালক ১১তম বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা কৃষিবিদ এস এম সোহরাব উদ্দিন কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে রুটিন দায়িত্ব প্রদান করেছে।
কৃষি মন্ত্রণালয় থেকে জারি কার একই তারিখ ও ভিন্ন স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী জানা যায়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক (শস্য) ড. মো. আবদুছ ছালাম কে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যানের রুটিন দায়িত্ব প্রদান করা হয়।
বিজ্ঞাপন
জানা যায়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড.নাজমুন নাহার করিম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মহাপরিচালক কৃষিবিদ সাইফুল আলমের সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ার সরকার এ আদেশ জারি করেছে।








