Logo

কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১৩:৪৪
14Shares
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফি
ফাইল ছবি।

শিক্ষার্থীদের আর্থিক অসুবিধা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই পদক্ষেপ নেওয়া হয়।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষার্থীদের প্রতিনিধি দলও বৈঠকে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে পরীক্ষা ফি নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ও দাবি বিবেচনা করেই এই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আগামী ১৫ নভেম্বর ২০২৫-এর মধ্যে আসতে পারে। ঘোষণার আগে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে, যেখানে ফি কমানোর চূড়ান্ত রূপ নির্ধারণ করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যেসব শিক্ষার্থী ইতিমধ্যেই বর্তমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে ফি কমানোর সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে প্রযোজ্য হবে না। তবে এটি কার্যকর হবে অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং এর পরবর্তী সব পরীক্ষায়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তোলা অভিযোগের মধ্যে ছিল, বর্তমান ফি কাঠামো অনেকের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনেকে জানিয়েছেন, উচ্চ শিক্ষার পাশাপাশি ফি পরিশোধ করা তাদের জন্য কঠিন হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য স্বস্তির সংবাদ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, ফি কমানোর সিদ্ধান্ত শিক্ষার্থীদের আর্থিক বোঝা হ্রাস করা এবং উচ্চ শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে নেওয়া হয়েছে। আগামী চূড়ান্ত ঘোষণার পরে ফি কমানোর বিষয়টি অফিসিয়ালি কার্যকর হবে এবং শিক্ষার্থীরা নতুন ফি কাঠামো অনুযায়ী অর্থ পরিশোধ করতে পারবেন।

এই পদক্ষেপকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ইতিবাচকভাবে গ্রহণ করা হচ্ছে, যদিও ফি কমানোর চূড়ান্ত হারে কতটা সুবিধা হবে তা আগামী ঘোষণার পরই স্পষ্ট হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD