Logo

সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও পেঁয়াজের ঝাঁজ বেড়েই চলেছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৫, ১৫:৪৫
205Shares
সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও পেঁয়াজের ঝাঁজ বেড়েই চলেছে
ছবি: সংগৃহীত

শীতের আগমনীতে স্বস্তি নেমেছে রাজধানীর সবজির বাজারে। তবে বেশ বাগড়া দিয়েছে পেঁয়াজ। এক সপ্তাহে পেঁয়াজের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ এখন ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে সাধারণ ভোক্তাদের সবজির স্বস্তি ম্লান হতে বসেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (০৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরবরাহ সংকটের অজুুহাতে দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজিপ্রতি ৪৭ থেকে ৫০ শতাংশ পর্যন্ত দাম বেড়ে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষকরা বলছেন, সরবরাহে তেমন ঘাটতি না থাকলেও একটি চক্র বড় ধরনের সংকট দেখিয়ে পেঁয়াজের বাজারে অস্থিরতা তৈরি করছে। সরকারকে দ্রুত বাজার তদারকিতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বাজার ঘুরে দেখা গেছে, করলা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা,  পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, ফুল কপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, কঁচু প্রতি কেজি ৬০ এবং শিম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে বাজারে ব্রয়লার মুরগি এখন ১৬০ থেকে ১৭০ টাকা আর সোনালি মুরগি ২৬০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD