Logo

ঢাবি প্রক্টরকে প্রকাশ্যে হুমকি দিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৫, ১৮:২৭
11Shares
ঢাবি প্রক্টরকে প্রকাশ্যে হুমকি দিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
আরিফ ইশতিয়াক রাহুল | ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সহিংসতা ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩৮৫ জন কর্মীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন ছাত্রলীগের এক নেতা।

বিজ্ঞাপন

ঢাবি ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক আরিফ ইশতিয়াক রাহুল তার ফেসবুক অ্যাকাউন্টে প্রক্টরকে উদ্দেশ করে লেখেন, মি. সাইফুদ্দীন, কারণ দর্শানো তো দূরের কথা, আপনার মতো অসভ্যের সঙ্গে বসে চা খেতেও রাজি নই। আমি নিজের যোগ্যতায় ঢাবিতে ভর্তি হয়েছি, আপনার দয়ায় নয়। যদি আদর্শে অটল থাকার কারণে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়, তবুও আফসোস থাকবে না।

তিনি আরও লেখেন, আপনি দিনকে রাত বানাতে পারেন, কিন্তু ৪০৩ জনের কাউকেই আপনার অনুগামী করতে পারবেন না। আপনি আমাকে স্থায়ীভাবে বহিষ্কার করুন, তাতেও কিছু যায় আসে না। স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হলে আমি আবার আমার ক্যাম্পাসে ফিরব।

বিজ্ঞাপন

আরিফ ইশতিয়াক তার পোস্টে আরও হুমকি দেন, জুলাইয়ে আমি কী করেছি, তার জবাব আপনার কাছ থেকে নেব। আজ নয়, কিন্তু কোনো একদিন। ৫৬ হাজার বর্গমাইলের এক ইঞ্চি মাটিতেও আপনার ঠাঁই হবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তালিকায় থাকা ৩৮৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তারা ১৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ক্যাম্পাসে সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, এই হুমকির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রশাসন বলেছে, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের ভয়ভীতি বা হুমকিকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

ঢাবি প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD