দীঘিনালায় আমন ধান কাটা শুরু, মাঠজুড়ে ব্যস্ত কৃষক

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে শুরু হয়েছে আমন মৌসুমের ধান কাটার কাজ।
বিজ্ঞাপন
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে মেরুং এলাকার এক বিস্তীর্ণ মাঠে দেখা যায়, কৃষকরা পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। মাঠের অধিকাংশ ধান ইতোমধ্যে পেকে গেছে, তবে সাম্প্রতিক বৃষ্টিপাতে কিছু ধান মাটিতে লুটিয়ে পড়েছে।
ধানক্ষেতের মালিক তুষার চাকমা বলেন, ‘এবার আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। তবে কিছু ধান মাটিতে পড়ে যাওয়ায় সামান্য ক্ষতির আশঙ্কা রয়েছে। তবুও ফলনে আমি সন্তুষ্ট।’
বিজ্ঞাপন
ধান কাটতে আসা ঐশী চাকমা জানান, ‘ধান কাটার মৌসুম শুরু হয়েছে। আমরা প্রায় ১০-১২ জন একসাথে ধান কাটতে এসেছি। এ বছর এই প্রথম ধান কাটছি, ভালোই লাগছে আমাদের।’
অন্যদিকে ধান চাষী মনীষী রায় বলেন, ‘আমন ধানের ফলন আশানুরূপ হয়েছে। যদি বাজারে ধানের দাম ভালো পাই, তাহলে লাভের মুখ দেখব আশা করছি।’
ধানের সোনালি শীষে ভরে উঠেছে দীঘিনালার মেরুংয়ের মাঠ। কৃষকরা এখন ব্যস্ত নতুন ধান ঘরে তোলার প্রস্তুতিতে। চারপাশে সোনালী ফসল আর কৃষকের হাসিমুখে ছড়িয়ে পড়েছে এক উৎসবের আমেজ।








