Logo

মানিকছড়িতে সংস্কৃত কলেজ উদ্বোধন

profile picture
উপজেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
১ নভেম্বর, ২০২৫, ১২:২৯
13Shares
মানিকছড়িতে সংস্কৃত কলেজ উদ্বোধন
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরীতে 'মানিকছড়ি ঋষি শ্রী শ্রী বাবা যোগানন্দ ভারতী সংস্কৃত কলেজ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার তিনটহরীস্থ ঋষি শ্রী শ্রী বাবা যোগানন্দ ভারতী সিদ্ধাশ্রম সংলগ্নে আনুষ্ঠানিকভাবে এই কলেজ উদ্বোধন করা হয়। এই উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্রি ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।

সিদ্ধাশ্রম পরিচালনা কমিটির সভাপতি ডা. মিলন কান্তি দে এর সভাপতিত্বে ও সমাজ ও ধর্মীয় সংগঠক রবীন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের উপ-সচিব অসিম চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ।

বিজ্ঞাপন

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবুল দেওয়ানজী, সিনিয়র সহ-সভাপতি শিউলি বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মো. মীর হোসেন, যোগানন্দ ভারতী সিদ্ধাশ্রম পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি চন্দন কুমার শীল, সংস্কৃতি কলেজের অধ্যক্ষ পলাশ কুমার দে, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ নাথ, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সভাপতি অমর কান্তি দত্ত, কালী মন্দিরের সাবেক সভাপতি বাদল বরণ সেন ও যোগানন্দ ভারতী সিদ্ধাশ্রমের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার শীল প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রামে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে সনাতন ধর্মের বিস্তারে আরেকধাপ এগিয়ে গেল। সনাতন ধর্মের প্রচার ও প্রসারে এই প্রতিষ্ঠান ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিন্টু আগামী সংসদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়াকে ধানের শীষে ভোট দিয়ে সনাতন সম্প্রদায়ের কল্যাণে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD