Logo

১৩ হাজার টাকায় বিক্রি ১ লিটার দুধ

profile picture
উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১ নভেম্বর, ২০২৫, ১১:১১
26Shares
১৩ হাজার টাকায় বিক্রি ১ লিটার দুধ
ছবি: প্রতিনিধি

‎অবিশ্বাস্য হলেও সত্যি, কিশোরগঞ্জের হাওর উপজেলার অষ্টগ্রামে এক লিটার দুধ বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়! তবে এটি ছিল না কোনো ব্যবসায়িক লেনদেন, বরং ছিল এক অনন্য মানবিক দৃষ্টান্ত।

বিজ্ঞাপন

‎শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের আগে কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে ঘটে এই হৃদয়স্পর্শী ঘটনাটি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এক কৃষক মসজিদে এক লিটার দুধ দান করেন। সেই দুধ জুমার নামাজের আগে নিলামে তোলেন মসজিদ পরিচালনা কমিটি। নিলাম শুরুর সঙ্গে সঙ্গেই উপস্থিত মুসল্লিদের মধ্যে শুরু হয় দাম বাড়ানোর প্রতিযোগিতা। কেউ হাঁকেন ২০০ টাকা, কেউ ৫০০, কেউ ৫ হাজার—ক্রমে দাম পৌঁছে যায় ১২ হাজার টাকায়, যা প্রস্তাব দেন মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া।

বিজ্ঞাপন

‎কিন্তু শেষ পর্যন্ত সেই দাম ছাড়িয়ে ১৩ হাজার টাকায় দুধটি কিনে নেন স্থানীয় তরুণ ফ্রিল্যান্সার মনিরুজ্জামান দূর্জয়। পরে তিনি দুধটি এক গরীব মানুষের হাতে তুলে দেন।

‎এ বিষয়ে মনিরুজ্জামান দূর্জয় বলেন, ‘‎আল্লাহর ঘরের উন্নয়নে সহায়তা করাই আমার উদ্দেশ্য ছিল। এমন ভালো কাজে প্রতিযোগিতা করে যে আত্মতৃপ্তি পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’

বিজ্ঞাপন

‎ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম জহুরী বলেন, ‎ভালো কাজে প্রতিযোগিতা করার নির্দেশ ইসলাম দিয়েছে। মসজিদের কাজে সহায়তা করা এবং মসজিদের জিনিস কিনে নেওয়ায় বরকত মেলে। এই নিলামের অর্থ ব্যয় করা হবে মসজিদের উন্নয়ন কর্মকাণ্ডে ‘

‎এই অনন্য দৃষ্টান্ত এখন অষ্টগ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু। স্থানীয়রা বলছেন, ধর্মীয় অনুপ্রেরণায় এমন মানবিক প্রতিযোগিতা সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে এবং একে অন্যকে ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD