ছুটিতে ঘুরে আসুন দেশের জনপ্রিয় পর্যটন স্পটগুলো

শীতের মৌসুম শুরু হওয়ায় দেশের পর্যটন এলাকায় ভ্রমণপিপাসুদের ভিড় বাড়তে শুরু করেছে। বিশেষ করে পার্বত্য জেলা বান্দরবান, সাজেক ও সমুদ্রতীরবর্তী কক্সবাজারে আগাম বুকিং ছাড়া থাকার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ছে। ইতোমধ্যে হোটেল ও রিসোর্ট মালিকরা পর্যটকদের জন্য বিভিন্ন ছাড় ঘোষণাও দিয়েছেন।
বিজ্ঞাপন
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতেই সবচেয়ে বেশি পর্যটক ঘুরতে আসেন। তাই নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থায় বাড়তি নজরদারি করা হচ্ছে।
ঢাকার এক পর্যটক বলেন, ‘শীতেই ভ্রমণের আসল আনন্দ। নিসর্গের সৌন্দর্য কাছ থেকে দেখতে বান্দরবানের নীলগিরি ও নীলাচলে যেতে চাই।’
বিজ্ঞাপন
বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিটিসি) জানিয়েছে, সেন্টমার্টিনে পর্যটক পরিবহনে নিয়মিত নজরদারি, রাঙামাটি–বান্দরবান–সাজেক সড়কে অতিরিক্ত পুলিশ টহল এবং কুয়াকাটায় উদ্ধার টিম সক্রিয় রাখা হয়েছে।
এ ছাড়া রত্নগিরি, রাঙ্গামাটি কাপ্তাই হ্রদ, সিলেটের রাতারগুলসহ বেশ কিছু ভ্রমণস্থানেও নতুন রাইড ও ইকো-ট্যুরিজম সুবিধা যুক্ত হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে আনন্দদায়ক ভ্রমণ উপহার দিতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বিটিসি।
পর্যটন খাতের উদ্যোক্তাদের প্রত্যাশা—ভ্রমণ মৌসুমে পর্যটকের আনাগোনা বাড়লে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।








