Logo

১ অক্টোবরেও খুলছে না কেওক্রাডং পর্যটনকেন্দ্র

profile picture
নিজস্ব প্রতিবেদক
বান্দরবান
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:০৭
39Shares
১ অক্টোবরেও খুলছে না কেওক্রাডং পর্যটনকেন্দ্র
ছবি: সংগৃহীত

বান্দরবানের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট কেওক্রাডং ১ অক্টোবর থেকে খুলে দেওয়ার ঘোষণা থাকলেও তা কার্যকর হচ্ছে না। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পর্যটনকেন্দ্র বন্ধই থাকবে।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আবাসন ও অন্যান্য সেবার মান ঠিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, "আমরা চাই, জেলায় আসা পর্যটকরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন। তাদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কেওক্রাডং-কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো পর্যটকদের সেবা দেওয়ার জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নয়। আশা করছি দুর্গাপূজার পর পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া সম্ভব হবে।"

বিজ্ঞাপন

এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মেঘলা পর্যটনকেন্দ্রে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক জানিয়েছিলেন, কেওক্রাডং ১ অক্টোবর খুলে দেওয়া হবে। তবে সর্বশেষ পরিস্থিতি বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেয়া হলো।

প্রসঙ্গত, ২০২২ সালের মাঝামাঝি সময়ে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর তৎপরতা বেড়ে গেলে নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। পরবর্তীতে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে কয়েকটি এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সর্বশেষ চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD