‘বিএনপির চাপে নতি স্বীকার করে ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির চাপে নতি স্বীকার করে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান থেকে সরে এসেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বিজ্ঞাপন
তিনি মনে করেন, এই পদক্ষেপের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা নিজের ওয়াদা ভঙ্গ করেছেন এবং একটি নির্দিষ্ট দলের প্রতি আনুগত্য প্রদর্শন করেছেন।
শনিবার (১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক কর্মকাণ্ডে বারবারই দেখা যাচ্ছে বিএনপির প্রতি তার বিশেষ অনুগত্যের ইঙ্গিত। লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে অসম চুক্তি, বিএনপির চাপের মুখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা—এসবই তার প্রমাণ।
তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদের গৃহীত আরপিও (নির্বাচন আইন) বিষয়ে বিএনপির আপত্তি থাকায় সরকার তা পুনর্বিবেচনা করছে। এটি মূলত বিএনপির কাছে আত্মসমর্পণেরই বহিঃপ্রকাশ।
তাহের সতর্ক করে বলেন, আরপিও নিয়ে পূর্বের সিদ্ধান্তে না ফিরলে জামায়াতে ইসলামী রাজপথে নেমে প্রতিবাদ জানাবে।
বিজ্ঞাপন
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির ভূমিকা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করে ডা. তাহের বলেন, নির্বাচনের আগে এই রাজনৈতিক অস্থিরতা পুরো প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। অশুভ এই চক্রের কাছে প্রধান উপদেষ্টার নতি স্বীকার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, সনদের আইনি ভিত্তি প্রদান থেকে পিছিয়ে আসা জাতির প্রতি ওয়াদা ভঙ্গের শামিল। গণঅভ্যুত্থানের পর যে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এখনই বাস্তবায়ন করতে হবে। আশা করি ড. ইউনূস তার প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দেবেন।








