নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার দাবি, বর্তমান নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে।
বিজ্ঞাপন
শনিবার (১ নভেম্বর) সকালে বরগুনায় দলীয় কার্যক্রম গতিশীল করতে আয়োজিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের প্রতীক সংযুক্তিকরণ প্রক্রিয়া এখন মধ্যযুগীয় ধাঁচে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কমিশন তার স্বাধীন অবস্থান হারিয়েছে এবং রাজনৈতিক প্রভাবের বাইরে থাকতে পারছে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একাধিক রাজনৈতিক দল টালবাহানা করছে। এনসিপিকে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে অবশ্যই তার সঠিক ব্যাখ্যা দিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের আগে শেখ হাসিনার সময়েও রাষ্ট্র ছিল জবাবদিহিতাহীন। এখনো সেই সংস্কৃতি পরিবর্তন হয়নি।








