‘শাপলা কলি’ দিয়ে এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা: সামান্তা শারমিন

নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, এ প্রতীক দিয়ে এনসিপিকে “বাচ্চা” হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সামান্তা শারমিন বলেন, ইসি এনসিপির সঙ্গে প্রতারণা করেছে। ‘শাপলা কলি’ এর মাধ্যমে বোঝানো হয়েছে- তোমরা এখনো ফোটোনি, এখনো পরিপূর্ণ দল নও। এটি একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার প্রচেষ্টা।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শাপলার কলি দেওয়া গেলে শাপলাও দেওয়া সম্ভব। এটি প্রমাণ করে যে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে একটি দলীয় স্বার্থ রক্ষায় কাজ করছে। এমন আচরণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
এনসিপির এই নেত্রী অভিযোগ করেন, নির্বাচন কমিশন “বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশে” কাজ করছে এবং তাদের ক্ষুদ্র করে দেখানোর উদ্দেশ্যে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করেছে।
এর আগে, নির্বাচন কমিশন সংশোধিত প্রতীক তালিকা প্রকাশ করে গেজেট জারি করে। সেখানে ‘শাপলা কলি’কে ১০২ নম্বর প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নতুন সংযোজনসহ এখন মোট ১১৯টি প্রতীক রয়েছে কমিশনের তালিকায়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এনসিপি ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছে। কিন্তু বিধিমালায় শাপলা না থাকায় কমিশন সেটি দিতে অস্বীকৃতি জানায়। অবশেষে বৃহস্পতিবার ইসি নতুন তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করলেও তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে এনসিপি নেতৃত্ব।








