Logo

জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি, গ্রেপ্তার হলেন সেই তরুণী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৫, ১৯:৫১
38Shares
জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি, গ্রেপ্তার হলেন সেই তরুণী
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন ও যোদ্ধাদের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক ভিডিও প্রকাশের অভিযোগে ১৯ বছর বয়সী শেখ মিফতা ফাইজাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিজ্ঞাপন

ফাইজা নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।

পুলিশ জানায়, সম্প্রতি রাজশাহী নগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তিনি জুলাই আন্দোলন ও যোদ্ধাদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। ওই বিতর্কিত ভিডিওটি রিল আকারে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশিত হওয়ার পর দ্রুত ভাইরাল হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে পুলিশ তার ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যালোচনা করে।

তদন্তে দেখা যায়, ফাইজা রাষ্ট্রবিরোধী মন্তব্যসহ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তি গত ২৫ অক্টোবর রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এরপর ফাইজা’কে ধরতে অভিযান শুরু করে, তবে প্রথম দফায় সে পালিয়ে যায়।

পরে রাজশাহীর গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

ডিবি কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছেন যে তিনি কয়েকটি অনলাইন গ্রুপে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে বর্তমানে রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ঘটনার ব্যাপারে আরও তদন্ত চালাচ্ছে এবং অনলাইনে বিতর্কিত বিষয়বস্তু রোধে নজরদারি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD