একই সংবাদ ছাপায় ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

একই ধরনের সংবাদ ও প্রতিবেদন হুবহু ছাপা এবং প্রকাশনার নিয়ম লঙ্ঘনের অভিযোগে ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি পত্রিকার ডিক্লারেশন (ঘোষণা) বাতিল করেছে জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
রবিবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবিবা মীরা। এর আগে গত বৃহস্পতিবার পত্রিকাগুলোর সম্পাদক ও প্রকাশকদের কাছে বাতিলের চিঠি পাঠানো হয়।
জেলা প্রশাসন জানায়, সংশ্লিষ্ট পত্রিকাগুলো ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন এর কিছু ধারা লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে প্রকাশিত হচ্ছিল। নিয়মবহির্ভূতভাবে পরিচালিত এসব পত্রিকার অধিকাংশ সংখ্যায় একই সংবাদ ও প্রতিবেদনের পুনর্মুদ্রণ পাওয়া যায়, যা সংবাদপত্র নীতিমালা ও সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী।
বিজ্ঞাপন
ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- দৈনিক আজকের ময়মনসিংহ, দৈনিক দেশের খবর, দৈনিক বিশ্বের মুখপত্র, দৈনিক ঈষিকা, দৈনিক অদম্য বাংলা, দৈনিক আলোকিত ময়মনসিংহ, দৈনিক দিগন্ত বাংলা, দৈনিক জাহান, দৈনিক কিষাণের দেশ, হৃদয়ে বাংলাদেশ এবং সাপ্তাহিক পরিধি।
এ বিষয়ে দৈনিক দেশের খবর সম্পাদক এফএমএ ছালাম বলেন, “বাতিলের চিঠি এখনও হাতে পাইনি, তবে আমরা আইনি পদক্ষেপ নেব। হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি চলছে।”
একইভাবে দৈনিক জাহান-এর নির্বাহী সম্পাদক হাসিম উদ্দিন এবং দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা সম্পাদক আ ন ম ফারুক জানান, তারাও এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি।
বিজ্ঞাপন
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, “আইন অনুযায়ী নিয়ম-নীতি না মেনে পত্রিকা প্রকাশ করা হলে প্রশাসনের দায়িত্ব হয় ব্যবস্থা নেওয়া। তাই তদন্তের পর ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে।”
উল্লেখ্য, চলতি বছরের ৮ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১৩টি পত্রিকার বিরুদ্ধে দুটি পাতায় একদম একই প্রতিবেদন প্রকাশের অভিযোগ ওঠে। এ ঘটনায় জেলা প্রশাসন সম্পাদক ও প্রকাশকদের কাছে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছিল। তদন্ত শেষে দৈনিক সবুজ ও দৈনিক নিউ টাইমস ছাড়া বাকি ১১টি পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়।








