সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্রের ‘ওয়াচডগ’ বলা হয়: কাদের গনি চৌধুরী

সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্রের ‘ওয়াচডগ’ বলা হয়। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে, ন্যায় ভিত্তিক সমাজ তৈরিতে, অন্যায়, দুর্নীতি আর ভ্রষ্টাচারের বিরুদ্ধে জনগনকে জাগ্রত করতে, মানুষের সত্যিকারের কন্ঠস্বর হয়ে সাংবাদিকরা পারেন সমাজে আলোর প্রদীপ জ্বালাতে। এটিই আমাদের করতেই হবে। না হয় সাংবাদিকদের যে সম্মানসূচক উপাধি দেয়া হয়েছে এসব কলঙ্কিত হবে।
বিজ্ঞাপন
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সাধারণ সভায় উপস্থিত প্রধান বক্তার বক্তব্যে বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের সকলের জীবন তথা সমাজ আলোকিত এবং সমৃদ্ধ হয় সংবাদপত্রের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সূর্যের দ্বীপ্ত কিরনে। অন্যদিকে হেনরী ওয়ার্ডেএর মতে সংবাদপত্র মানুষের কাছে অগনিত স্বর্নের চেয়েও বড়ো দ। আমাদের ভুল বা স্বার্থপরতার কারণে যেন গণমাধ্যম তার মর্যাদা না হারায়।
আরও পড়ুন: শ্রীপুরে বেইলি ব্রিজ ভেঙে ভোগান্তি
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়েদুর রহমান শাহীন।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএফইউজের দফতর সম্পাদক আবু বকর এবং কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দরা।








