Logo

চিয়া সিড খেতে ভুল করলেই বাড়বে ক্যানসারের ঝুঁকি

profile picture
জনবাণী ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৮
63Shares
চিয়া সিড খেতে ভুল করলেই বাড়বে ক্যানসারের ঝুঁকি
ছবি: সংগৃহীত

চিয়া সিড এই ছোট্ট ছোট্ট দানাগুলো বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষের কাছে অনন্য এক নাম। ‘সুপারফুড’ খেতাব পাওয়া এই বীজে আছে প্রচুর ভিটামিন বি-১, প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট।

বিজ্ঞাপন

নিয়মিত চিয়া সিড খেলে শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রণে আসে, ত্বক হয় উজ্জ্বল, চুল থাকে ঘন ও সুস্থ, এমনকি সামগ্রিকভাবে দেহের রোগপ্রতিরোধ ক্ষমতাও কয়েকগুণ বাড়ে। এ কারণে বাংলাদেশসহ সারা বিশ্বের অসংখ্য মানুষ এখন প্রতিদিনের খাদ্যতালিকায় চিয়া সিড যোগ করছেন।

তবে চিকিৎসকরা বলছেন, চিয়া সিডসের যেমন অসাধারণ গুণ রয়েছে, তেমনই আবার কারো কারো ক্ষেত্রে এটি বিষের সমান। তাই চিকিৎসকের পরামর্শ না নিয়ে আপনিও যদি চিয়া সিডস খেয়ে থাকেন, তবে নিজের অজান্তে কোনো ক্ষতি করছেন কি না আসুন জেনে নিন:

বিজ্ঞাপন

বিশেষজ্ঞ চিকিৎসকের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, চিয়া সিডস পুরোপুরি ভিজিয়ে তবেই খেতে হবে। নয়তো চিয়া সিডসই হয়ে উঠতে পারে ক্ষতির কারণ।

গণমাধ্যমটি বলছে, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্টদের মতে পুরোপুরি না ভেজা চিয়া সিডস একদিন ক্যানসারের কারণ হয়ে উঠতে পারে। এ ছাড়া শুকনা চিয়া সিডস খেলে খিদে না পাওয়ার প্রবণতা তৈরি হয়। হজমের সমস্যাও হয় অনেকের ক্ষেত্রে। কারো কারো ক্ষেত্রে রক্তচাপের ভয়ংকর প্রভাব ফেলে।

বিজ্ঞাপন

চিয়া সিডস খাওয়ার সঠিক নিয়ম

১. দুই চামচ চিয়া সিডস আর একটি গ্লাসে অর্ধেক পানি নিন।

২. ওই অর্ধেক পানি ভর্তি গ্লাসে চিয়া সিডস দিন।

বিজ্ঞাপন

৩. মাত্র ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন চিয়া সিডস। ভুলেও সারা রাত ভিজিয়ে রাখবেন না।

৪. পানিতে ভিজে জেলির মতো হওয়ার পরেই খান চিয়া সিডস। তার আগে ভুলেও নয়।

৫. চিয়া সিডসের সঙ্গে ফল, টকদই মিশিয়ে খেতে পারেন।

বিজ্ঞাপন

৬. চিয়া সিডস খাওয়ার পরে শারীরিক কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD