Logo

কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আ.লীগের সাবেক এমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১৭:৫৩
203Shares
কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আ.লীগের সাবেক এমপি
ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় ইহলোক ত্যাগ করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কনিকা বিশ্বাস। বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে সল্টলেকের মণিপাল হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কনিকা বিশ্বাসের আত্মীয় ও চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কনিকা বিশ্বাস দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পশ্চিমবঙ্গের সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

বিজ্ঞাপন

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে জন্ম নেওয়া কনিকা বিশ্বাস ছিলেন প্রথম জাতীয় সংসদের নারী আসন-১১ থেকে নির্বাচিত সংসদ সদস্য। মুক্তিযুদ্ধপূর্ব সময় থেকে শুরু করে ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন।

তিনি ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। স্বাধীনতা যুদ্ধের সময়ও তিনি ছিলেন নারী সংগঠকদের অন্যতম।

বিজ্ঞাপন

কনিকা বিশ্বাসের স্বামী বীরেন রাজ বিশ্বাস ১৯৮৫ সালে মৃত্যুবরণ করেন। স্বাধীনতা-উত্তর সময়ে রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে কনিকা বিশ্বাসের পরিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কলকাতার নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD