Logo

দুই মাস পর সূচক কমলেও বেড়েছে পুঁজিবাজারে লেনদেনে গতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ১৪:৩৩
46Shares
দুই মাস পর সূচক কমলেও বেড়েছে পুঁজিবাজারে লেনদেনে গতি
ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই মাসের স্থবিরতা কাটিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অবশেষে লেনদেনে কিছুটা গতি ফিরেছে। গত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) সূচক ও বেশিরভাগ শেয়ারের দরপতন সত্ত্বেও লেনদেন বেড়েছে প্রায় ৭ শতাংশ। তবে এই সময়ের মধ্যে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ৬ হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে (৩১ আগস্ট–৪ সেপ্টেম্বর) ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯১ কোটি টাকার বেশি, এরপর থেকেই টানা লেনদেন কমতে থাকে। অক্টোবরের মাঝামাঝি এসে লেনদেন নেমে আসে ২ হাজার কোটি টাকার ঘরে। তবে সদ্য সমাপ্ত সপ্তাহে লেনদেন কিছুটা চাঙ্গা হয়ে দাঁড়ায় ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ১৪৮ কোটি টাকা বেশি।

ডিএসইর সাপ্তাহিক পরিসংখ্যানে দেখা যায়, গত সপ্তাহে এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৭টির দর বেড়েছে, ১৭৯টির কমেছে, এবং ৩৬টি অপরিবর্তিত ছিল।

বিজ্ঞাপন

সূচকের দিক থেকে সপ্তাহজুড়ে পতন লক্ষ্য করা গেছে। প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১২২ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৮ পয়েন্টে, আর ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান নিয়েছে।

তবে সূচক কমলেও দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি।

অন্যদিকে, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৫ হাজার ৭৯৬ কোটি টাকা কম।

বিজ্ঞাপন

দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময় সূচক ও লেনদেনের মিশ্র প্রবণতা দেখা গেছে। প্রধান সূচক সিএএসপিআই ০.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৬ পয়েন্টে, আর সিএসসিএক্স সূচক ০.৭৮ শতাংশ কমে ৮ হাজার ৮১৩ পয়েন্টে নেমেছে।

সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৯৮ কোটি ২৪ লাখ টাকার, যা আগের সপ্তাহের ৬৭ কোটি ৬০ লাখ টাকা থেকে প্রায় ৩০ কোটি টাকা বেশি। মোট ৩০৬টি কোম্পানির মধ্যে ১১৫টির দর বেড়েছে, ১৭০টির কমেছে, আর ২১টির শেয়ারদর অপরিবর্তিত ছিল।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, টানা পতনের পর বাজারে সামান্য লেনদেন বৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত দিচ্ছে, তবে টেকসই গতি ফেরাতে প্রয়োজন আর্থিক স্থিতিশীলতা ও নীতিগত স্বচ্ছতা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD