Logo

রবিবার অনুষ্ঠিত হবে প্রাইজবন্ডের ১২১তম ড্র

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ১৩:৩৫
12Shares
রবিবার অনুষ্ঠিত হবে প্রাইজবন্ডের ১২১তম ড্র
ছবি: সংগৃহীত

আগামীকাল রবিবার (২ নভেম্বর) ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় এটি অনুষ্ঠিত হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাইজবন্ডের ড্র সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং প্রতিটি সিরিজে মোট ৪৬টি পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের বন্টন এইভাবে:

প্রথম পুরস্কার: ১টি, ৬,০০,০০০ টাকা

বিজ্ঞাপন

দ্বিতীয় পুরস্কার: ১টি, ৩,২৫,০০০ টাকা

তৃতীয় পুরস্কার: ২টি, ১,০০,০০০ টাকা করে

চতুর্থ পুরস্কার: ২টি, ৫০,০০০ টাকা করে

বিজ্ঞাপন

পঞ্চম পুরস্কার: ৪০টি, ১০,০০০ টাকা করে

ড্রের আওতায় সর্বশেষ ৬০ দিন পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজবন্ডগুলোই পড়বে, তবে ড্র অনুষ্ঠিত হওয়া দিনটি বাদ থাকবে।

পুরস্কারপ্রাপ্ত অর্থের ওপর ২০ শতাংশ উৎসে কর কাটা হবে, যা আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারার বিধান অনুযায়ী।

বিজ্ঞাপন

ড্রয়ের ফলাফল পরবর্তী দিন সোমবার (৩ নভেম্বর) জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

উল্লেখ্য, প্রতি বছর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয় ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর, তবে নির্ধারিত দিনটি সরকারি ছুটির দিনে পড়লে পরবর্তী কার্যদিবসে ড্র করা হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD