Logo

রোজার আগেই উর্ধ্বমুখী ফলের বাজার, ক্রেতাদের নাভিশ্বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ১৩:১৮
8Shares
রোজার আগেই উর্ধ্বমুখী ফলের বাজার, ক্রেতাদের নাভিশ্বাস
ছবি: সংগৃহীত

রোজা শুরু হতে এখনো কয়েক মাস বাকি। কিন্তু রাজধানীর বাজারে ইতোমধ্যেই আমদানি করা ফলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও, ফলে ক্রেতাদের পকেট এখন চাপে। সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে বিক্রেতারা কেজিপ্রতি ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছেন বেশিরভাগ বিদেশি ফলে।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) রাজধানীর মগবাজার, মালিবাগ, রামপুরা, খিলগাঁও, মতিঝিল টেলিফোন কলোনি, শাহজাহানপুর ও সেগুনবাগিচা এলাকার ফলের দোকান ঘুরে দেখা গেছে, আপেল, আঙুর, কমলা, আনারসহ বেশিরভাগ আমদানি করা ফল আগের তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। তবে দেশি ফলের বাজার এখনো তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

ফকিরাপুলের খুচরা বিক্রেতা আবু রায়হান বলেন, বাদামতলীর পাইকারি বাজারে গত দুই সপ্তাহেই সব আমদানি ফলের দাম কেজিপ্রতি ৩০-৬০ টাকা বেড়েছে। পাশাপাশি সরবরাহও কিছুটা কমেছে। যদি এই প্রবণতা থাকে, তাহলে রোজার আগে দাম আরও বাড়বে।

বিজ্ঞাপন

সেগুনবাগিচার দোকানি হারুন বলেন, ফল সরবরাহ অনিয়মিত হচ্ছে। রোজার সময় চাহিদা বাড়বে, তখন দাম আরও বাড়তে পারে। এখন থেকেই পাইকারি দামে চাপ পড়ছে।

অন্যদিকে ক্রেতারা অভিযোগ করছেন, বাজারে ফলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও একটি সিন্ডিকেট ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। তাদের আশঙ্কা, এখনই বাজার নিয়ন্ত্রণ না করলে রোজার মাসে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে ফলের দাম।

আরামবাগের গৃহিণী নাহিদা সাবিহা বলেন, রোজা আসতে এখনো অনেক বাকি, এরই মধ্যে ফলের দাম এমন বেড়েছে যে সামনে কল্পনাও করতে ভয় লাগছে। সিন্ডিকেট এখনই নিয়ন্ত্রণ না করলে তখন ফল কিনতে সাধারণ মানুষের হিমশিম খেতে হবে।

বিজ্ঞাপন

বর্তমান বাজার অনুযায়ী ফলের দাম- মাল্টা: কেজি ২০০-২৩০ টাকা, কমলা: ৩৫০-৩৮০ টাকা, ছোট কমলা: ৩০০-৩২০ টাকা, নাশপাতি: ৩০০-৩৩০ টাকা, আনার: ৬০০-৬৫০ টাকা, আঙুর (ছোট): ৪৫০-৫০০ টাকা এবং পারসি মন: ১,২০০ টাকা।

দেশে উৎপাদিত ড্রাগন ফলের দামও বেড়েছে কেজিপ্রতি ২০-৩০ টাকা। বর্তমানে বড় ড্রাগন বিক্রি হচ্ছে ২৫০-২৭০ টাকায়, ছোট ড্রাগন ২০০-২২০ টাকায়।

বিজ্ঞাপন

তবে কিছু দেশি ফলের বাজার এখনো স্থিতিশীল রয়েছে। পেয়ারা ও পেঁপে বিক্রি হচ্ছে কেজি ১০০-১২০ টাকায়, দেশি মাল্টা ১২০-১৪০ টাকা, আমড়া ১২০-১৫০ টাকা, আমলকি ২০০-২৫০ টাকা, জলপাই ৮০-১০০ টাকা, আনারস প্রতিটি ৩০-৪০ টাকায় এবং এক হালি লেবু বিক্রি হচ্ছে ২০-৪০ টাকায়।

বাজার বিশ্লেষকদের মতে, শুল্ক, পরিবহন ব্যয় এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার বৃদ্ধির কারণে আমদানি করা ফলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে তারা সতর্ক করেছেন, যদি বাজার তদারকি না বাড়ানো হয়, রোজার সময় ফলের দাম আরও দ্বিগুণ হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD