Logo

সাউদার্ন ইউনিভার্সিটি ল অ্যালামনাই কমিটির দায়িত্ব হস্তান্তর

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৩৮
66Shares
সাউদার্ন ইউনিভার্সিটি ল অ্যালামনাই কমিটির দায়িত্ব হস্তান্তর
ছবি: প্রতিনিধি

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৬) এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত শনিবারন গরীর একটি রেস্টুরেন্টে নির্বচন কমিশনার মো: ইমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে উপস্থিত ছিলেন বিগত কার্যনির্বাহী কমিটির সভাপতি -সাধারন সম্পাদক সহ এলামনাই এসোসিয়েশন এর সম্মানিত সদস্যগণ। দায়িত্ব গ্রহণ শেষে নির্বাচন কমিশন এবং বিদায়ী কমিটির আন্তরিক প্রচেষ্টা ও কার্যক্রমের প্রশংসা করে ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সাজ্জাদ শরীফ (রাসেল) এবং নবনির্বাচিত সাধারন সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী।

তারা বলেন, ‘আমরা এলামনাই এসোসিয়েশনের সদস্য হিসেবে একে অপরের জন্য কাজ করতে ও সেবা দিতে আগ্রহী। পূর্বসূরীদের মতো নর্বনির্বাচিত কমিটি অ্যাসোসিয়েশেনকে আরো সুসংগঠিত ও কাঠামোবদ্ধ করে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দায়িত্ব নেওয়া কমিটি’র অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো: সৈয়দ ইরফান, সহ -সভাপতি অ্যাডভোকেট রাইসুল কবির হিমু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.হুমায়ূন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট আরফাতুল ইসলাম (আরফাত), দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো: আলমগীর, অর্থ সম্পাদক অ্যাডভোকেট জাবেদ খান নিলয়, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নুসরাত জাহান পাপিয়া, মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট শামীমা সুলতানা, কার্যনির্বাহী সদস্য এম শফিউল্লাহ, হারুনুর রশিদ সোহেল, মো: আবু তালেব, আনিসুল হক মুন্না, মো: দিনার বিন মাহবুব, জয়নাল আবেদীন, আশিকুল ইসলাম সৌরভ ও মো: জাহেদ উদ্দিন।

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান অভিভাবক ভাইস চ্যান্সেলর ড. মো. রফিকুল ইসালম নবনির্বাচিত কমিটির প্রতি তার প্রত্যাশা ব্যক্ত করে অ্যালামনাই নেটওয়ার্ককে আরো শক্তিশালী করার আহবান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কমিটির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আরমান হোসেন তাদের বিগত বছরের সফল কার্যকাল স্মরণ করে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

এ ছাড়া, নির্বাচনী প্রক্রিয়া চলাকালে বিভিন্ন চ্যালেঞ্জ ও তা সফলভাবে মোকাবেলার অভিজ্ঞতা তুলে ধরেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD