Logo

গকসু নির্বাচন: সকাল থেকেই ভোটারদের ঢল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৭
67Shares
গকসু নির্বাচন: সকাল থেকেই ভোটারদের ঢল
ছবি: সংগৃহীত

সাত বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা যায়।

বিজ্ঞাপন

সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে দুপুর ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১৯টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।

ভোট শুরু হওয়ার আগেই মূল ফটক থেকে বাদামতলা ও ট্রান্সপোর্ট চত্বর পর্যন্ত দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা কেউ বই হাতে, কেউ প্ল্যাকার্ড হাতে আবার কেউ স্লোগান দিতে দিতে ভোটকেন্দ্রে প্রবেশ করছেন। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন। সকাল থেকেই তাদের উল্লেখযোগ্য অংশ ভোট দিয়েছেন। নারী ভোটারদের উপস্থিতিও ছিল দৃশ্যমান।

ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোনো অঘটন ছাড়াই প্রাণবন্ত পরিবেশে নির্বাচন সম্পন্ন হচ্ছে।

ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী নোমান বলেন, “নিরাপদ পরিবেশে শৃঙ্খলাপূর্ণভাবে ভোট হচ্ছে। নির্বাচন কমিশনের উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়।”

বিজ্ঞাপন

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী রতুল জানান, ভোটকেন্দ্রে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। তবে তাদের বিভাগের ৩৭৩ জন শিক্ষার্থীকে এক কেন্দ্রে ভোট দিতে হওয়ায় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD